News:

কেরাণীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ ঢাকা জেলার কেরাণীগঞ্জ উপজেলার নারী শিক্ষার অন্যতম গৌরবোজ্জল একটি শিক্ষা প্রতিষ্ঠান। অত্র এলাকার অনগ্রসর মেয়েদের জ্ঞানের আলোয় আলোকিত করার মানসে মেয়েদের সুন্দর জীবনের প্রত্যাশায়, শিক্ষা, শান্তি, প্রগতি ও শৃঙ্খলার পথ অনুসরন করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারন করে ১৯৭২ সালে এর শুভযাত্রা শুরু হয় ‘কেরাণীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়’ নামে। পরবর্তীতে অত্র এলাকার নারী শিক্ষার পথিকৃত হিসেবে প্রতিষ্ঠিত জ্ঞানের আলোক মালায় সদা উদ্ভাসিত এ প্রতিষ্ঠানটি ১৯৯১ সালে ‘কেরাণীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ’ নামে আত্মপ্রকাশ করে যুগোপযোগী আধুনিক, সেক্যুলার বিজ্ঞান ভিত্তিক ও তথ্য প্রযুক্তি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নারী শিক্ষায় কেরাণীগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 
    
প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে এইচ.এস.সি পাশ করে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বেসরকারী, বিদ্যালয়ে ভর্তি হয়ে তারা মেধার স্বাক্ষর রাখছে। বর্তমানে এর সুনাম, সমৃদ্ধি এবং ছাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এবং সময়ের প্রয়োজনে এ প্রতিষ্ঠানকে আরো শানিত ও সমৃদ্ধশালী ও গতিশীল করার লক্ষ্যে স্নাতক পর্যায়ে উন্নীত করার প্রক্রিয়া চলমান রয়েছে। অদুর ভবিষ্যতে এটাকে বিশ্ববিদ্যালয় কলেজে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। বর্তমান শিক্ষা ব্যবস্থাকে সুযোপযোগী ও শিক্ষার্থীদের কাছে সহজবোধ্য করতে শ্রেণি কক্ষগুলো মাল্টিমিডিয়ার অন্তর্ভূক্ত করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি প্রতিষ্ঠানের সকল শিক্ষা কার্যক্রমকে ডিজিটালাইজড করার পরিকল্পনা রয়েছে। 

শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রীদের মানসিক দৈহিক ও নৈতিক শিক্ষা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার যে কার্যক্রম প্রতিষ্ঠানে রয়েছে যেমন- খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড বিভিন্ন জাতীয় দিবস উদযাপন ইত্যাদি। এর পাশাপাশি ডিবেটিং ক্লাব, কুইজ ক্লাব ও মহিলা ক্রিকেট ক্লাব গঠন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা তাদের সুকুমার বৃত্তিগুলি বিকশিত করে মেধার স্বাক্ষর রাখতে পারে। 

সর্বোপরি শিক্ষার গুনগত মান উন্নত করে দেশের একটি শ্রেষ্ঠ এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার মানসে আমরা প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবাই দৃঢ় অঙ্গীকারাবদ্ধ।